[BEN] ৪ঠা মার্চ, বেনের সভায় আমন্ত্রণ

সুধি,

আগামী ৪ঠা মার্চ, শনিবার, সন্ধ্যা ৬টায় নিউ ইয়র্কের জামাইকার “স্মার্ট একাডেমিয়া”র ভবনে “বাংলাদেশ পরিবেশ নেটওয়ার্ক (বেন)”-এর উদ্যোগে ২০১৭ সনের বাপা-বেন সম্মেলন এবং তার আলোকে আগামী দিনের করণীয় বিষয়ে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাপা-বেন সম্মেলনে যোগদানকারী বেনের বিশিষ্ট নেতা ডঃ জিয়াউদ্দিন আহমেদ এবং ডঃ খালেকুজ্জামান। সভায় আরও উপস্থিত থাকবেন বেন-এর বৈশ্বিক সমন্বয়কারী ডঃ নজরুল ইসলাম।

এ সভার আলোচ্য সূচি, সময়, এবং স্থান সম্পর্কে তথ্য নীচে দেয়া হলো। গুরুত্বপূর্ণ এ আলোচনা সভায় সবান্ধবে উপস্থিত হয়ে অংশগ্রহণের জন্য আপনাকে সাদর আমন্ত্রণ জানানো হচ্ছে।

বিনীত,

সৈয়দ ফজলুর রহমান

সমন্বয়কারী,

বেন নিউ ইয়র্ক, নিউ জার্সী, এবং কানেক্টিকাট শাখা

যোগাযোগ: ৩৪৭-৮৪২-৮৫২৭

সভার স্থান:

স্মার্ট একাডেমিয়া, ১৬৫-২৩ হিলসাইড এভেনিউ (দ্বিতীয় তলা),

জ্যামাইকা, নিউ ইয়র্ক ১১৪৩২

নিকটস্থ সাবওয়ে স্টেশন: পারসন বুলোভার্ড, E এবং F

 

সভার সময়:

৪ঠা মার্চ, শনিবার, সন্ধ্যা ৬-৮টা

 

সভার আলোচ্য সূচি:

 

১) ২০১৭ সনের ১৪-১৫ জানুয়ারী ঢাকায় বাপা-বেন আয়োজিত “স্থায়িত্বশীল উন্নয়ন লক্ষ্যমালা এবং বাংলাদেশের পরিবেশ” শীর্ষক বিশেষ সম্মেলনের উপর প্রতিবেদন ও আলোচনা

 

২) ২০১৬ সনের ৮-৯ জানুয়ারী ঢাকায় বাপা-বেন আয়োজিত “বাংলাদেশের উপকূলীয় ও সামুদ্রিক পরিবেশ” বিষয়ক বিশেষ সম্মেলনের প্রবন্ধাবলী ও প্রস্তাব সম্বলিত পুস্তকের মোড়ক উন্মোচন এবং আলোচনা

 

৩) ডঃ নজরুল ইসলামের সম্প্রতি প্রকাশিত গ্রন্থ “Let the Delta Be a Delta – The Way to Protect Bangladesh Rivers” এবং ডঃ খালেকুজ্জামানের সম্প্রতি প্রকাশিত গ্রন্থ “উজানে বাঁধ এবং বাংলাদেশের ভবিষ্যৎ” – এর পরিবেশনা

 

৪) বেনের আগামী কার্যক্রম এবং ২০১৭ সনের বাৎসরিক তহবিল সংগ্রহ অভিযান

 

৫) বিবিধ

+ posts

Leave a Comment