Site icon Bangladesh Environment Network

নেপালের ভূমিকম্পে ক্ষতিগ্রস্থদের জন্য বেনের সহযোগিতা

গত ২৫শে এপ্রিলে নেপালে সংঘটিত ভয়াবহ ভূমিকম্পের ক্ষয়ক্ষতির পরিমাপ দিন দিন বেড়েই চলেছে। মৃতের সংখ্যা প্রায় দশ হাজারের কাছে গিয়ে পৌঁচেছে। দুর্গম বহু পাহাড়ি এলাকায় এখনও পর্যাপ্ত পরিমাণে উদ্ধার কাজ সম্পন্ন হয়নি এবং সাহায্য পৌঁছেনি।

নেপালের জনগণের এই কঠিন সময়ে বিশ্ববাসী এগিয়ে এসেছে। “বাংলাদেশে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)” তহবিল সংগ্রহের উদ্যোগ নিয়েছে। এই তৎপরতায় বেন শরীক হয়েছে, এবং ইতিমধ্যে এক হাজার ডলার প্রেরণ করেছে। বেনের এই উদ্যোগে যাঁরা অংশগ্রহণ করতে চান, তাঁদেরকে দয়া করে Bangladesh Environment Network এর বরাবর চেক লিখে নীচের ঠিকানায় জরুরী ভিত্তিতে পাঠিয়ে দেয়ার অনুরোধ জানানো হচ্ছেঃ Dr. Saleh Tanveer, Dept. of Math, Ohio State University, Columbus, OH 43210.

নেপালের ভূমিকম্পের কাঁপুনি বাংলাদেশেও বিস্তৃত হয়েছে। এর আগেও বাংলাদেশে ভূকম্পন অনুভূত হয়েছে। নেপালের সাম্প্রতিক ভূকম্পনের আলোকে বাংলাদেশে এ বিষয়ে উদ্বেগ বৃদ্ধি পেয়েছে। এ প্রেক্ষিতে বাংলাদেশের বিশিষ্ট বিজ্ঞানী ইনামুল হক একটি তথ্য বহুল প্রবন্ধ লিখেছেন। উৎসাহী পাঠক তা পড়তে পারেন।